Road to Youtube Content Creator
Youtube এ কন্টেন্ট ক্রিয়েট করা আমাদের অনেকের ই মনের ভেতরের লুকানো ইচ্ছা। কিন্তু কি নিয়ে বানাবো, কিভাবে বানাবো, কি ক্যামেরা ইউজ করবো, কিভাবে লাইট সেটাপ করবো, কিভাবে ব্যাকগ্রাউন্ড বানাবো, কিভাবে মনোটাইজ করবো এ সমস্ত প্রশ্নের উত্তর না পাওয়ার ফলে আমরা কন্টেন্ট ক্রিয়েট করা থেকে পিছিয়ে যাই। ইউটিউব যেমন ভিডিওর জন্য বিশাল প্ল্যাটফর্ম, তেমনি এখানে কনটেন্ট আইডিয়ারও অভাব নেই। অসংখ্য ব্যবহারকারী প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছে, এবং সাফল্য বয়ে আনছে। কোনো ধরনের চিন্তাভাবনা ও বিশ্লেষণ ছাড়াই আপনি যদি এমন কোনো বিষয়ে কন্টেন্ট বানানো শুরু করেন যা সম্পর্কে আপনার বিশেষ ধারনা নেই, তাহলে কয়েকদিন পরে দেখবেন আপনি কি কন্টেন্ট বানাবেন সেটাই খুজে পাবেন না। তাই শুরুতে ইউটিউবে কি কি বিষয়ে ভিডিও বানালে ভালো হবে সেই বিষয়ে ধারনা রাখাটা জরুরি আপনার মধ্য সৃজনশীলতা বা নতুন কিছু তৈরির ক্ষমতা থাকলে এই খাতে আপনার সফলতার সম্ভাবনা রয়েছে অনেক। বিনোদনকে অনেকগুলো ধরনে ভাগ করা যায় এর মধ্যে যে কোনো একটি সেক্টরে কাজ করলেই যথেষ্ট।
1 Chapters
1 Classes
01.13Hours