Corporate Communication
নতুন কিছু শিখতে কার না ভালো লাগে! আর তাই কর্পোরেট কমিনিউকেশনে ভালো করতে হলে প্রাক্টিস এর কোনো বিকল্প নেই!! বিজনেস কমুনিকেশনগুলো ডিল করার ক্ষেত্রে অনেক বেশী ডেমোক্রেটিক হতে হবে। যাতে করে ব্যক্তির নিজের এবং তার প্রতিষ্ঠানের একটি পজিটিভ ইমেজ বজায় থাকে। ডেমোক্রেটিক কমুনিকেশন হলে কোনো বিজনেস ডিল যদি নাও হয় তবে সেক্ষেত্রেও একটি বেনিফিট আছে। সেটি হলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রতি অপর পক্ষের গুড ইম্প্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন, শারীরিক জেস্টার, আই কন্ট্যাক্ট এসবে খুব যত্নবান হতে হবে। অর্থাৎ,মুখের কথার সঙ্গে যেন শারীরিক অঙ্গভঙ্গি ম্যাচ করে৷ যেন এমন না হয় একটা দুঃসংবাদ দিচ্ছি কিন্তু মুখটা হয়ে আছে হাসি হাসি। বিজনেস কমুনিকেশনের ক্ষেত্রে সবসময় মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। খুব বেশী কনফিডেন্ট হওয়া যাবেনা আবার খুব বেশী ইন্ট্রোভার্ট হওয়া চলবেনা৷ হুটহাট মনে যা আসলো তা বলে দেয়া যাবেনা। সিচুয়েশন বুঝে কথা বলতে হবে৷ আর অনেকের মাঝখানে কথা বলার ক্ষেত্রে সবসময় ওয়েট করতে হবে when will my turn come to talk to.
1 Chapters
1 Classes
01.15Hours