ব্র্যান্ড” (Brand) শব্দটির সাথে আপনি/ আমরা হয়তো কমবেশি পরিচিত। ব্র্যান্ড বলতে এমন কোন নাম, শব্দ, ডিজাইন, প্রতীক বা অন্য কোন ফিচার বোঝায় যা কোন একজন বিক্রেতার পণ্য বা সেবাকে অন্যান্য পণ্য বা সেবা থেকে সম্পূর্ণ আলাদাভাবে উপস্থাপন করে |কিন্তু ব্র্যান্ডিং কেন জরুরি? ধরুন, দুই বন্ধু একই সাথে বিজনেস শুরু করেছেন।একজন তার কোম্পানির ব্র্যান্ডিং এর পেছনে অর্থ খরচ করেছে এবং আরেকজন কোম্পানির ব্র্যান্ডিং এর পেছনে পয়সা খরচ করাকে অর্থহীন মনে করেছিলো যিনি ব্র্যান্ডিং এর পেছনে টাকা খরচ করেছিলেন তার প্রোডাক্ট এখন সারা বিশ্বে চলছে, অপরদিকে যে ব্র্যান্ডিং এর পেছনে টাকা খরচ করাকে অর্থহীন মনে করেছিলেন তার প্রোডাক্ট শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কিছু কাস্টমারের মধ্যেই চলছে। যে বন্ধু ব্র্যান্ডিং বুঝেছিল সে এখন কোটি টাকার মালিক, আর ব্র্যান্ডিংকে অগ্রাহ্য করা বন্ধু এখন লাখ টাকার মালিক। আর ঐ দুই বন্ধুর আরেক বন্ধু ছিল যে তাদেরকে ব্যবসা করতে নিষেধ করেছিল, সে এখন হাজার পতি। মাসে ২০হাজার টাকার বেতনের চাকরি করে। আর ঐ হাজার পতির আরেকটি বন্ধু ছিল যে চাকরী করতেও নিষেধ করে বলেছিল আরে সময় তো পরেই আছে এখনই তো ঘুরাঘুরি করবার সময় এখন কোন কাজ করতে হবে না। সে এখন কোন এক বাজারের সবজি বিক্রিতা। ব্র্যান্ডিং আপনার পণ্য বা প্রতিষ্ঠানকে মানুষের মধ্যে আলাদাভাবে পরিচিত করে।তাই প্রতিদ্বন্দ্বিতার বাজারে ব্র্যান্ডিং-ই পারে কেবল আপনাকে সকলের মাঝে পরিচিত করে তুলতে।