ক্রিয়েটিভিটি!!
ক্রিয়েটিভিটি বললে আপনার সবার আগে কি মাথায় আসে?কোন মুভির প্লট টুইস্ট যা আপনাকে চমকে দিয়েছে ? পাবলো পিকাসোর সেই বিখ্যাত চিত্রকর্ম কিংবা শেক্সপিয়ার এর অমর রচনা?
ব্যাপারটা খুব সহজ ভাবে যদি বলা হয়, আপনাকে একটি ক্যানভাস এবং রং দিয়ে বলা হল সেটিতে নিজের ইচ্ছামত আকতে। আপনি কল্পনার জগত ঘুরে আপনার ক্যানভাস এ যেটি ফুটিয়ে তুলবেন -সেই জিনিসটি ই ক্রিয়েটিভিটি। কিছু কিছু মানুষ ট্যালেন্ট নিয়ে জন্মায়, কিন্তু হার্ড ওয়ার্ক,ভিন্ন চিন্তা, থিংকিং আউট অব দ্য বক্স আপনাকে ওই মানুষগুলোর কাতারে নিয়ে যেতে পারে।
এখন আসুন ক্রিয়েটিভিটি বাড়ানোর কিছু চর্চা যা আপনি করতে পারেন:
১.Become an expert : এক্সপশনাল কিছু করার পিছনের কারণ আপনার জন্মগত প্রতিভা নয়,বরং কঠোর পরিশ্রম। ম্যালকম গ্লাডওয়েল এর "আউটলাইয়ার্স" বইটি পড়লে আপনি জানতে পারবেন যেকোনো কাজে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে ১০০০০ ঘন্টা দিতে হয়৷ ততটুকু না দিতে পারলেও দিনের অনেকটা সময় আপনাকে পছন্দের কাজে দিতে হবে। আপনি সেই এরিয়াতে এক্সপার্ট হলেই কেবলমাত্র ক্রিয়েটিভ হতে পারবেন।
২. Spend time in googling: এরকম কখনো হয়েছে আপনি যা জানতে চাচ্ছেন তা গুগলে খুঁজে পাননি?ক্রিয়েটিভ হওয়ার ক্ষেত্রে এ হ্যাকটি প্রচুর লাগবে।পছন্দের একটি সেক্টর খুঁজুন এবং সেটি নিয়ে সার্চ করতে থাকুন। কিছু জনপ্রিয় ওয়েবসাইট যেমন pinterest,ted ex,quora ইত্যাদি থেকে আপনি সে বিষয়ের উপর প্রচুর ক্রিয়েটিভ আইডিয়া পেয়ে যাবেন।
৩. Learn from everything: আপনার আশেপাশের জিনিসগুলো লক্ষ্য করুন। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন এ আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে চান।তাহলে রাস্তার টানানো ব্যনার,পোস্টার গুলো দেখুন। আর্টিকেল রাইটিং এ ক্রিয়েটিভ হতে চাইলে প্রচুর বই পড়ুন,ম্যগাজিন এর লেখা পড়ুন,নিউজপেপার এর সম্পাদকীয় অংশটি পড়ুন।কর্পোরেট সেক্টর এ উন্নতি চাইলে বিভিন্ন আইডিয়া নিয়ে ভাবুন, রিস্ক নিতে শিখুন,যুগের সাথে তাল মিলিয়ে চলুন।
৪. Set an idea time: আপনার রেগুলার কাজ থেকে কিছু বিরতি নিন।একটি নির্দিষ্ট টাইম রাখুন আইডিয়া গুলো লিখার জন্য।সকালে উঠে একটি জার্নাল লিখুন এবং আপনার চিন্তাগুলো লিখে রাখুন। এ অভ্যাসটির মাধ্যমে প্রতিদিন আপনার কিছুটা ক্রিয়েটিভিটি বাড়বে।
৪. Engage with people: বিভিন্ন মানুষের সাথে কথা বলুন।আপনার প্রোফেশনের যারা আছে তাদের কথা শুনুন। অন্যান্য সেক্টর এর মানুষদের সাথেও কথা বলুন। তারা পৃথিবী কে কিভাবে দেখে লক্ষ্য করুন। একজন সাধারণ বিক্রেতা থেকে শুরু করে স্কলার ব্যক্তি সব ধরনের মানুষ থেকেই আপনি জীবনমুখি শিক্ষা পেতে পারেন।
পরিশেষে বলা যায়, যা ভাবছেন তা ভিন্নভাবে ভাবুন।নিজের কল্পনাশক্তি কে ঘাটান,নতুন নতুন জিনিস শিখুন। বিশ্বাস করুন আপনার মধ্যেও ক্রিয়েটিভিটি রয়েছে এখন শুধু তা কাজে লাগানোর পালা। স্টিভ জবস,এলন মাস্ক, লিওনার্দো দা ভিঞ্চি সবাই ই সাধারণ থেকে অসাধারণ হয়েছেন দিনের পর দিন পরিশ্রম করে তাদের ক্রিয়েটিভিটি কে বাস্তবে পরিণত করতে।আপনিও পারবেন, বিশ্বাস রাখুন।