Authority Marketing
20th September 2021 By Russel
blog

এটাই বেস্ট, আপনি বললেই কি আমি বিশ্বাস করবো?

করবো করবো, বিলকুল করবো। তবে তার আগে আপনাকে তৈরি করতে হবে Authority.

একটা গল্প বলি, এবারের বই মেলায় বেশ অনেকগুলো বই কে দেখা গিয়েছে রকমারি এর বেস্ট সেলার লিস্টে যাদের রাইটাররা আগে থেকেই মার্কেটে পরিচিত ছিলেন কন্টেন্ট রাইটার হিসেবে।

কি ঠিক নাকি ভুল?

উনাদের বই কিনতে আমি নিজে ও দ্বিতীয়বার ভেবে দেখিনি এমনকি দেখি নাই বই এর সূচী।

কারণ?

কারণ আমার মনে উনাদের জন্য Authority রয়েছে। আমি জানতাম উনি যেহেতু লিখেছেন ভালো কিছুই লিখেছেন, বেস্ট কিছুই লিখেছেন।

এই যে মানুষের মনে নিজের জন্য একটা বিশ্বাস তৈরী করতে যে ধরনের মার্কেটিং করা হয় সেটাকে বলে Authority Marketing. আর এটি করতে আপনি যে একটা কাজ বেশ ভালোভাবেই পারেন তা আপনার কন্টেন্ট এর মাধ্যমে মানুষকে বুঝাতে হবে।

একটা সমীক্ষায় দেখা গেছে, একজন রাইটার যখন একটা বই লিখার সময় যদি তার সেই বই এর গল্প গুলো নিয়ে একটু একটু করে পাঠকদের সাথে আলোচনা করে বা শেয়ার করে তবে সেই বইয়ের বিক্রি বেড়ে যায়।

আর এটাই কিন্তু Authority Marketing.

আপনি যদি কোন একটা কাজ বেশ ভালোই পারেন তবে রোজ সেটা একটা নির্দিষ্ট সময় সেট করে সোস্যাল মিডিয়া এর মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরতে পারেন। এতে মানুষ একটু একটু করে আপনাকে সেই সেক্টরে দক্ষ ভাবা শুরু করবে।

আর এতে আপনার নিজের Authority ক্রিয়েট হবে।

আর এর পরের কাজটা কিন্তু একদম সহজ। আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে নামলে মানুষ আপনার কাছ থেকে সেটা কিনতে ও চাইবে।

কি মাথায় কি ঘুরছে? কাল থেকেই নিজের কাজ গুলো শো অফ করা শুরু করে দিবেন? শুরু করেন, তবে শুরু করার আগে একটা Niche চয়েজ করেন যেটা দিন শেষে আপনাকে ভাত খেতে দিবে। কারণ পেটে ভাত না থাকলে ক্রিয়েটিভিটি গুলো ও আর কাজ করে না, করতে ও চায় না।

এই Authority Marketing করতে হলে আপনাকে দুইটা জিনিস বেশ ভালো মতন বুঝতে হবেঃ

১) Personal Branding
২) Content Marketing

দুইটা টপিক নিয়েই একটু ঘাটাঘাটি শুরু করুন, তারপর কোন দিকে না তাকিয়েই শুরু করুন নিজের ঢোল নিজে পিটানো। কারণ ঢোল অন্যকে দিলে সে ফাটিয়ে ও ফেলতে পারে। কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করে ঘ্রাণ নিয়ে আসুন...